মধুপুরে ইসলামিক রিলিফ এর কোরবানি কর্মসূচীর আওতায় মাংস বিতরণ
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর অর্থায়নে এবং মানব উন্নয়ন ও গবেষণা সংস্থা কর্মায়ন আয়োজিত কোরবানি কর্মসূচী ২০২৩ এর আওতায় মাংস বিতরণ করা হয়েছে। শনিবার ১ জুলাই দুপুরে মধুপুরের আউশনারা ইউনিয়নের ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মাংস বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মায়ন এর নির্বাহী পরিচালক আরশেদ আলী রাসু।
উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আউশনারা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল, আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুর রহমান সিবাস,সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সেন্টু, সার্বিক মানব উন্নয়নের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খোকা, প্রেসক্লাব মধুপুরের সভাপতি আঃ হামিদ,মধুপুর বার্তা-২৪এর বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক তানভীর তছির, সাংবাদিক ইব্রাহীম, আফাজ উদ্দিন সুমন,ইসলামিক রিলিফ এর প্রতিনিধি ফজলুর রহমান।
বিতরণী অনুষ্ঠানে ৩৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে দুই কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়।