প্রকাশের তারিখঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ | | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি |
মধুপুরের মির্জাবাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- মধুপুরের মির্জাবাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আব্দুর রাজ্জাক তালুকদার মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
মাদক,সন্রাস,কিশোরগ্যাং,ইভটিজিং,যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান, ব্রাম্ক্ষনবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাহারুরল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, শিক্ষক মিজানুর রহমান, ইউপি সদস্য বকুল প্রমুখ। মতামত সভায় উপস্হিত ছিলেন মধুপুর থানার এস আই সাজেদুল ইসলাম, মির্জাবাড়ী ইউনিয়নের সকল ইউপি সদস্যগন, অত্র ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ছাত্র ছাত্রী, মসজিদের ইমাম,পুজা উদযাপন কমিটির লোকজন সহ বিভিন্ন শেনী পেশার মানুষ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন
প্রিয় মধুপুরের সকল শিক্ষার্থী আলোকিত মানুষ হয়ে গড়ে উঠুক। স্কুলে নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং এর কূফল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শ দেন। ছেলে মেয়েরা যেন ভুল পথে পা না দেয় তার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার জন্য বলেন । তিনি একটি বাসযোগ্য মধুপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
মোল্লা আজিজুর রহমান যিনি মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেই প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সহ জনবহুল স্থানে। মধুপুরে অতীতে কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এমন উদ্যোগ নিতে দেখা যায়নি। তার উদ্দেশ্য, মধুপুরবাসী কি ভাবে নিরাপদ থাকবে, যুব সমাজকে কি ভাবে মাদকমুক্ত রাখা যাবে, স্কুল কলেজের ছাত্রী কি ভাবে নিরাপদে সম্মানের সহিদ রাস্তায় চলাচল করবে সেই আলোকে তিনি দিন রাত কাজ করে যাচ্ছেন।
এছাড়াও প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে মুসুল্লিদের উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোকে ইসলামের মুল ভিত্তির বিষয়ে পর্যালোচনা করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন এই মোল্লা আজিজুর রহমান।
অতীতে বছরের পর বছর যা সম্ভব হয়নি তিনি কয়েক মাসেই তা সম্ভব করে দেখিয়েছেন। মধুপুরবাসীর বিশ্বাস, তার কর্মদক্ষতা, নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে মধুপুরকে একটি আধুনিক উন্নত ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে তিনি সহায়ক ভূমিকা রাখবেন। ইতি মধ্যেই মোল্লা আজিজ মধুপুরে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
Copyright © 2022 - Dainik New Surjodoy