মধুপুরের ইদিলপুরে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণের বাধার অভিযোগ
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের আউশনারা ইউনিয়নের ইদিলপুর বাজারে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায় ইদিলপুর গ্রামের আব্দুল বাছেদের ছেলে বাবুল হোসেন ইদিলপুর বাজারে ৪ শতাংশ জমি ক্রয় করে সেখানে ঘর নির্মাণের জন্য ইট বালু নিয়ে কাজ করতে গেলে ইদিলপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে মো. আনিছুর রহমান, তোতা মিয়া মন্জুরুল এরা মিলে বাধা দেয়ায় বাবুল হোসেন উক্ত জমিতে ঘর নির্মাণ করতে পারছেন না বলে জানান ভোক্তভুগী বাবুল মিয়া। এব্যাপারে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভোক্তভোগী বাবুল হোসেন ও এলাকাবাসী প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার দাবী করেন।