মদিনা প্রবাসী ফোরাম সৌদি আরব এর উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
মদিনা প্রবাসী ফোরাম সৌদি আরব এর উদ্যোগে মিলন মেলা উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর'২৩ রবি বার সৌদি আরব মদিনা মনোওয়ারা আল খলিল রোডে ইস্তেবাহা বালাম মসজিদ প্রাঙ্গণে মদিনা প্রবাসী ফোরামের সদস্যদের নিয়ে নানন্দিক ও আনন্দঘন পরিবেশে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মদিনা প্রবাসী ফোরাম এর সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ হোসেন। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সৌদি আরব মদিনা মনোওয়ারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসক ডাক্তার শহিদুল হক মোহাম্মদ দেওয়ান।
মদিনা প্রবাসী ফোরামের অর্থ সম্পাদক মোহাম্মদ আরমানের সঞ্চলনায় অনুষ্ঠিত মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মাহমুদুল হক বাবুল, মদিনা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলতাফ।
এছাড়া আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক কমিশনার মোহাম্মদ মাহফুজ আলম, মদিনা প্রবাসী ফোরামের সম্মানিত উপদেষ্টা আবদুল মোনায়েম চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব আবু তাহের সওদাগর, মোহাম্মদ এরশাদ, রফিকুল ইসলাম, মোহাম্মদ বেলাল ও মদিনা প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মীর কামাল প্রমুখ।
অনুষ্ঠানে মদিনা প্রবাসী ফোরামের বিভিন্ন দায়িত্বশীল, উপদেষ্টা ও সদস্যগণসহ দুইশতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।