মছদিয়া কবরস্থান কমিটির পক্ষ থেকে শহীদদের স্বরণে দোয়া মাহফিল
আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম।
বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত।
১৪ ই আগস্ট -২৪ রোজ বুধবার সকাল ১১ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া এলাকায় এই বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাহমুদুল হক বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আধুনগর ইউনিয়ন জামাতের আমীর শামীম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দীর্ঘদিনের দুঃশাসন, অন্যায় অত্যাচার এত বেড়ে গিয়েছিল যে অন্যায় নিয়মে পরিণত হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনের মাধ্যমে এই অন্যায়ের অবসান হল। যে সকল ছাত্র – জনতা নিজেদের জীবন উৎসর্গ আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে তাদের গভীর ভাবে স্মরণ করি ও আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি।
এছাড়াও এলাকার মান্যগণ্য ব্যক্তি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক এলাকার প্রায় ২ হাজারের অধিক মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে সকলের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন।