ভাইয়ের বৌকে মারধরের কারণ জানতে চাওয়াতে ৬০ বৎসরের বৃদ্ধের পেটে চুরি ডুকিয়ে দিলেন

ভাইয়ের বৌকে মারধরের কারণ জানতে চাওয়াতে ৬০ বৎসরের বৃদ্ধের পেটে চুরি ডুকিয়ে দিলেন
আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম
৬০ বৎসরের বৃদ্ধ তার প্রবাসী ভাইয়ের বৌকে মারধরের কারণ জানতে চাওয়াতে তার প্রতিবেশী শহিদুল ইসলাম (৩৫)তার হাতে থাকা ধারালো চুরি দিয়ে ৬০ বৎসর বৃদ্ধ আব্দুর রহিমের পেটে চুরি ডুকিয়ে থাকে রক্তাত্ত করে।

২০ই মার্চ-২৪ ইং দুপুরে ১:৩০ মিনিটে আমিরাবাদ ১ নং ওয়ার্ড কিল্লার আনন্দ ( মমতার বর বাড়ি) এলাকায় মারধরের শিকার হওয়া গৃহবধূ রোজিনার বাড়ির সামনের গেইটে ঘটনা টি ঘটে।
এই ঘটনায় মারধরের শিকার হওয়া গৃহবধূ রোজিনা আক্তার স্বামী প্রবাসী আব্দুর রশিদ বাদি হয়ে একই এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম (৩৫) পিতা মৃত বদিউল আলম কে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানাযায়, রোজিনা আক্তার ২০ই মার্চ সকাল ৯ টায় রাজ মিস্ত্রির মাধ্যমে বাড়ির ওয়াল নির্মাণের কাজ আরম্ভ করে,কাজ চলাকালীন সময় দুপুর ১ টার সময় বিবাদী শহিদুল ইসলাম (৩৫) অতর্কিত ভাবে বাদী রোজীনা আক্তারকে রাস্তার পাশে মাটি কেন রাখলি বলে গালিগালাজ ও মারধর করা শুরু করে এক পর্যায়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। তার চিৎকার শুনো রাজমিস্ত্রি ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্বার করে। চিৎকার শুনো রোজিনা আক্তারের ভাশুর ৬০ বৎসরের বৃদ্ধা এগিয়ে এসে বিবাদী শহিদুল ইসলামের কাছে মারধরের কারণ জানতে চাইলে শহিদুল ইসলাম বৃদ্ধার উপর ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ধারালো চুরি ধারা হত্যার উদ্দেশ্যে বৃদ্ধার পেটের মাঝে ডুকিয়ে দিয়ে তাকে রক্তাত্ত করে ফেলে বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়লে সে পালিয়ে যায়, আশপাশের লোকজন এগিয়ে এসে বৃদ্ধাকে
স্থানীয় মা- মনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধার অবস্থা আশংকা জনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে, বর্তমানে বৃদ্ধা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে তার পারিবারিক সূত্রে যানাযায়।

এই বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্তের ব্যাপারে থানা মামলায় হয়েছে, (যার নং ১২-৩) আসামিকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *