বোয়ালখালী ফাতেমা আহাম্মদ আল মোল্লা মসজিদের শুভ উদ্বোধন
চট্টগ্রাম প্রতিনিধি
বোয়ালখালী উপজেলার আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নে শেখ ইব্রাহীম করমাস্তাজি" র অর্থায়নে ফাতেমা আহাম্মদ আল মোল্লা মসজিদের শুভ উদ্বোধন হইছে।
শনিবার (১৭ আগষ্ট) উপজেলার আহল্লা কড়লডেঙ্গা এলাকায় বেলা ১২টার দিকে মসজিদের শুভ উদ্বোধন করেন বখতিয়ার পাড়া কে.কে চ্যারাটির পরিচালক মুহাম্মদ আকতার ।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০ নং আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান মোহাম্মদ হামিদুল হক মান্নান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হযরত ভোলা শাহ (রঃ) দাখিল মাদরাসা হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ ওসমান গণি,বখতিয়ার পাড়া হযরত চারপীর আউলিয়া (রাঃ) উচ্চ বিদ্যালয়ের শিক্ষাক মোহাম্মদ ছাবের আহম্মদ প্রমূখ ।