বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদ ব্যক্তিদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ জামাতে ইসলামী উত্তর কলাউজান ৩ নং ওয়ার্ডের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন -২৪ নিহত শহীদদের আত্মার মাগফিরাত আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
৮ ই আগস্ট শুক্রবার রাত ৯ টায় উত্তর কলাউজান হাজীর পাড়া জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্র নেতা মোবারক হোসন খাঁনের সঞ্চলনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, বাংলাদেশ জামাতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার শুরা সদস্য আ ন ম নোমান।বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, সাবেক ছাত্রনেতা,বাংলাদেশ জামাতে ইসলামীর ওমান জেলা সভাপতি, এ ন ম শোয়াব।
আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা,হাফেজ নুরুল আবসার,জামাত নেতা,নুরুল আলম নুরু,মাস্টার নাজিম উদ্দীন, সাবেক সেনা কর্মকর্তা, মনিরুল ইসলাম,জামাত নেতা মাও শহীদুল ইসলাম, হাবিবুর রহমান, সাংবাদিক আবুল কালাম আজাদ,ইকবাল ভাই, ওবায়দুল হাকিম, আব্দুল হামিদ।অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন,মাওলানা নুরুল মুহসিন,অধ্যক্ষ, কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদরাসা। এ ছাড়াও বিভিন্ন স্তরের অসংখ্য জামাত শিবির নেতা কর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য মসজিদ কমিটির সভাপতি, জনাব আবু নাসের এবং প্রবাসী আব্দুল গফফার এর পক্ষ থেকে তাবরুকের ব্যবস্থা করেন।