বিশ্ববিদ্যালয়ের সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন অনলাইন শিক্ষামূলক প্লাটফর্ম “একাউন্টিং লাভারস” ও “রোড টু পাবলিক ইউনিভার্সিটি”।
রবিবার (২৬ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সি ইউনিট ১মসহ ৫শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রোড টু পাবলিক ইউনিভার্সিটি এর প্রতিষ্ঠাতা শাহরিয়ার বলেন, “দীর্ঘ ০৮ মাস পরিশ্রমের ফল হিসেবে আজ এতো গুলো নক্ষত্র কে এক জায়গায় করতে পারলাম,এটা শুধু চট্টগ্রাম বিভাগের চান্সপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ। এভাবে দেশের ০৮ টি বিভাগেই পৌঁছে যাবো।
একাউন্টিং লাভারস এর প্রতিষ্ঠাতা জাহিদ হাসান বলেন,
“শিক্ষার্থীদের সম্মানিত করতে পেরে আমরা গর্বিত, কারণ আগামীদিনে তাদের শিক্ষা জীবনে এই প্রাপ্তি ও স্মৃতি অনুপ্রেরণা হয়প কাজ করবে।”
উল্লেখ্য যে, এই প্লাটফর্ম থেকে সারা দেশে এই বছরে সি ইউনিটে মোট ২৩৫৬ জন বি ইউনিট মোট ১৫১৯ জন চান্স পেয়েছে।