বিভিন্ন পেশাজীবির সাথে দৈনিক যায়যায়দিন মহেশখালী প্রতিনিধির ইফতার মাহফিল
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: দৈনিক যায়যায়দিন ও দৈনিক যায়যায়দিন ফ্রেন্ড ফোরাম (JJDF) পক্ষ থেকে বিভিন্ন পেশাজীবি ও সুধীজনদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷
রবিবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় মাতারবাড়ী নিউ আলম মার্কেট কনভেনশন হলে দৈনিক যায়যায়দিন মহেশখালী প্রতিনিধির সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ৷
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান হানিফ ও আশেক মাহমুদ ৷ আরো উপস্থিত ছিলেন মাতারবাড়ী পাবলিক আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুর বক্স, আল্লামা আবুল কাশেম নূরী সাহেবের অরাজনৈতিক সমাজিক সংগঠন রজবীয়া নুরীয়া মাতারবাড়ী শাখা, স্কুলের প্রধান শিক্ষক, ছাত্রছাত্রী, শিক্ষানুরাগী, সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, অরাজনৈতিক সমাজিক সংগঠন, এনএসআই, ডিএসবি, ডিজিএফআই, মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের পরিচালকের প্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ ৷
দৈনিক যায়যায়দিন মহেশখালী উপজেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান বলেন, বিভিন্ন পেশাজীবির কথা শুনেছি সাংবাদিকতা নিয়ে তাদের চরম অভিজ্ঞতা ৷ প্রত্যেকের বক্তব্য শুনার সুযোগ হয়েছে ৷ বিভিন্নশ্রেণির পেশার মানুষের সাথে কথোপকথন অনেক কিছু শিখেছি, জেনেছি ৷ অত্র পাঠকদের মিলনমেলায় সকল শুভকাঙ্ক্ষীদের উপস্থিতিতে আমি ধন্য ৷ যারা উপস্থিত হয়েছেন সবাইকে দৈনিক যায়যায়দিনের পক্ষ থেকে রমজানুল মোবারক ও ঈদুল ফিতরের শুভেচ্ছা ৷