বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে বটতলী কাঁচা বাজার সংলগ্ন মালের গোডাউনে আগুন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
লোহাগাড়া বটতলী কাঁচা বাজার সংলগ্ন শাহ জব্বারিয় মার্কেটে অবস্থিতা মাল রাখার রুমে আগুন লেগে বিভিন্ন প্রকার ফলমূল পুড়ে ছাই হয়ে গেছে।
১০ ই জানুয়ারী -২৪ শুক্রবার ভোর সাড়ে ৬ টায় আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আব্দুল মালেক জানান,শাহ জব্বারিয়া মার্কেটের ২য় তলায় ৩ টি রুম কয়েকজন ব্যবসায়ী ভাড়া নিয়ে বিভিন্ন মালামাল রাখতেন ও বিশ্রামের জন্য থাকতেন। বড়ই,পেয়ারা,পেঁপে সহ অনেক প্রকার ফলমূল। ভোর সাড়ে ৬ টায় হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। রুমের মধ্যে থাকা বিভিন্ন প্রকার ফলমূল পুড়ে যায় যার আনুমানিক মূল্য ১৫০০০ হাজার টাকা। উদ্ধার করা হয়েছে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল। ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের সুইস বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়।
চুনতী ফায়ার সার্ভিসের টিম লিটার রাখাল চন্দ্র রুদ্র ও জাহাঙ্গীর আলম জানান, ভোর সাড়ে ছয়টায় ফোন পাওয়ার সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হই ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র আরো জানান আগুন নিয়ন্ত্রণের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যাই না এতে আমাদের সমাস্য হয়।
পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়ার বিষয়ে লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির আহবায়ক কাজী নুরুল আলম চৌধুরীকে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের যে পুকুর রয়েছে সেখান থেকে পানি নিতে পারবেন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া আছে।