বালু খেকোদের থামাবে কে?চুনতী লম্বা শিয়াতে বালু উত্তোলন অব্যাহত থাকায় জীববৈচিত্র হুমকির মুখে
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের বনাঞ্চল।এই বনাঞ্চলে রয়েছে বিভিন্ন প্রকার সম্পদ,যা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বনাঞ্চলে রয়েছে বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের আবাসস্থল। তাদের আবাসস্থল নষ্ট করার ফলে বন্য হাতি লোকালয়ে চলে এসে জনসাধারণের ব্যাপক ক্ষতি সাধন করে।
লম্বা শিয়া এলাকটি বন্য হাতি চলাচলের পথ,এই পথ দিয়ে বন্য হাতি প্রতিনিয়ত চলাচল করে। মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে,এই গর্তে বিভিন্ন বন্য প্রাণী পড়ে মারা যাচ্ছে। গত কয়েক মাস আগে একটি হাতি গর্তে পড়ে মারা গিয়েছিল।
১৩ ফেব্রুয়ারী ২৩ ইং দুপুর ১২ টায় চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা চুনতী ইউনিয়নের লম্বা শিয়া এলাকায় দেখতে পাই পাহাড়ের পদদেশে শ্যালো মেশিন লাগিয়ে দেদারসে বালু উত্তোলন করছে,যার কারণে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে,পরিবেশের ভারসম্য নষ্ট হচ্ছে, জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে।
বালু উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিক ও আশপাশের লোকজন থেকে বালু উত্তোলন কারীর নাম জানতে চাইলে তারা নাম বলতে অস্বীকৃতি জানান।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আজহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন অবৈধভাবে বনবিভাগের জায়গা থেকে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।