বালিপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ে ব্রিজে ব্যাপক দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ রেলওয়ে জংশন হইতে ঢাকা যাওয়ার পথে বালিপাড়া স্টেশন সংলগ্ন রেলওয়ে ব্রিজে নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এই ব্রিজে কোন ধরনের এখন পর্যন্ত লাল বালুর ব্যবহার করা হয়নি এমনকি রড ব্যবহার হয়নি।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় ঠিকাদারি প্রতিষ্ঠান এর লোকজন এলাকার লোকজনদেরকে হুমকি দেয় কোন ধরনের বাঁধা বা প্রতিবাদ করলে মামলা দিয়ে ধরিয়ে নিয়ে যাবে। ঠিকাদার স্থানীয়দের বলেন আমার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আমি কোন কিছুই পরোয়া করি না।
আমরা ঐসব কর্মকর্তাদের সাথে জিজ্ঞাসা করলে ঠিকাদার কে তারা বলেন সরকার এবং ঠিকাদার যৌথ উদ্যোগে ব্রীজের কাজ করছে ঠিকাদার কে বা কারা আমরা জানিনা। আমরা কয়েকজন সাংবাদিক সরেজমিনে এস এ টিভি, বিজয় টিভি, সিএনএন বাংলা টিভি ও আমার সংবাদ, দৈনিক আজকালের সংবাদ, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন ছাড়াও আরো কয়েকজন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ব্রিজ পরিদর্শনে যাই।
সেখানে উপস্থিত ছিলেন হামিদুর রহমান, প্রধান প্রকৌশলী অতিরিক্ত ব্রিজ, এবং ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী, মোয়াজ্জেম হোসেন সহ আরো কয়েকজন সরকারি কর্মকর্তা। ক্যামেরা দেখেই এসব কর্মকর্তারা সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন এবং তারা বলেন আপনাদের কোন কাজ নেই আপনারা এখান থেকে চলে যান।
আমরা আপনাদের সাথে ক্যামেরার সামনে কোন কথা বলবো না। এ ব্যাপারে চিফ ইঞ্জিনিয়ার কে মুঠোফোনে বারবার ফোন দিয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।