বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন ও ছাত্রাবাস উদ্বোধন করেন তিন পার্বত্য মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি
এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
দীর্ঘ অপেক্ষা পর বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন ও ছাত্রাবাস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) বিকালে প্রধান অতিথি থেকে এই স্থায়ী ভবন ও ছাত্রাবাসের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
জানা গেছে , উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১০ কোটি টাকার ব্যয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়র স্থায়ী ভবন ও জেলা পরিষদের অর্থায়নে আড়াই কোটি টাকার ব্যয়ে ছাত্রাবাস নির্মাণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, ভাইস চেয়ারম্যান হারুন উর রশিদ, সদস্য পরিকল্পনা (উপ-সচিব) জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চেন্সেলর ডা. এম নুরুল ইসলাম, উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান প্রমুখ।