বান্দরবান জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার
(বিশেষ প্রতিনিধি)চট্টগ্রাম,
বান্দরবান জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার হিসেবে লামা উপজেলা ইউএনও মোস্তফা জাবেদ কায়সার’কে ২০২২-২০২৩ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে।
শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি।
রবিবার (২৫ জুন”২০২৩ইং) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে লামা উপজেলার ইউএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার’র হাতে এ শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ পুরস্কার সনদ ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এছাড়াও জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপার লামা উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, আমার এই প্রাপ্তি কর্মস্পৃহাকে আরও গতিশীল করবে। এ পুরস্কার আগামীতে আরও ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সহ অন্যান্য কর্মকর্তাদের’কে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।