বাংলাদেশ শ্রমিক কল্যাণ (নির্মাণ বিভাগ) লোহাগাড়া শাখার উদ্যোগে শ্রমিক সম্মেলন সম্পন্ন
(লোহাগাড়া) চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (নির্মাণ বিভাগ) লোহাগাড়া শাখার উদ্যোগে নির্মাণ শ্রমিকদের নিয়ে শ্রমিক সম্মেলন সম্পন্ন।
৫ ই আগস্ট -২৪ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্থ রাজ মহল কমিউনিটি সেন্টারে এই নির্মাণ শ্রমিক সম্মেলন সম্পন্ন হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ লোহাগাড়া শাখার (নির্মাণ বিভাগের) সেক্রেটারি মাওলানা মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে দরসুল কোরআন পেশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার বায়তুল সম্পাদক আ ন ম নোমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এস এম লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী মাওলানা আরিফুর রশিদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি আসাদুল্লাহ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুস সালাম।
লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি মৌলানা আব্দুল জব্বার ফিরোজ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি রফিক দিদার। সহ সভাপতি ও( নির্মাণ বিভাগের সভাপতি) ইঞ্জিনিয়ার ইউসুফ। সেক্রেটারি মনির আহমেদ। অর্থ সম্পাদক ব্যবসায়ী আব্দুল্লাহ। প্রশিক্ষণ সম্পাদক সাবেক ছাত্র নেতা ছমি উদ্দিন। মাস্টার মোবারক আলী। সি এন জি আটো রিক্সা চালক সমিতির সভাপতি আবুল কাশেম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলা শ্রমিক কল্যাণ ফেডারেশন চুনতী ইউনিয়ন শাখার সভাপতি নিজাম উদ্দিন, আরিফ উল্লাহ চৌধুরী, ওমর আলী, হায়রা আহমেদ, আকতার হোসেন,সফি উল্লাহ নোমান সহ লোহাগাড়ার বিভিন্ন এলাকা থেকে প্রায় হাজার খানিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।