বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ১ নং ওয়ার্ডের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
১৯ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বাদে মাগরিব বাঁশখালীয়া পাড়া জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া শাখার আওতাধীন আমিরাবাদ ১ নং ওয়ার্ডের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আমিরাবাদ ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মৌলানা আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখার আমীর প্রফেসর মোহাম্মদ হাসান। নায়েবে আমীর , আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী। সেক্রেটারি , আনোয়ার হোসেন।
প্রচার সম্পাদক, সাঈদুল ইসলাম। আমিরাবাদ যুব শাখার সভাপতি হাফেজ মৌলানা জাহেদুল ইসলাম
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লোহাগাড়া শহর সাথী শাখার সাধারণ সম্পাদক জিহান। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং ওয়ার্ডের সহ সভাপতি সরওয়ার কামাল।
বাশখালীয়া পাড়ার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মন্নান। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয় এটি একটি দেশপ্রেমিক নাগরিক তৈরী করার কারখানা। এই কারখানা থেকে বাহির হয় একজন পরিপূর্ণ ঈমানদার,দেশ প্রেমিক রাস্ট্র নায়ক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, দার্শনিক, হক্কানি আলেম।
এই সংগঠনে দূর্নীতিবাজ, কালোবাজারি,টেন্ডারবাজী, ভূমি দস্যু, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের কোন স্থান নেই। উপস্থিত সকলকে জামায়াতে ইসলামীর সকাল নিয়ম কানুন মেনে নিজেকে গঠন করার জন্য আহবান জানান।