বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদ ইশমামুল হকের পরিবার ১ লক্ষ টাকা প্রদান।
আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইসমামুল হকের পরিবারের কাছে ১ লক্ষ টাকা তুলে দিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল শাহজাহান।
১৬ ই আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দর্জি পাড়ায় শহীদ ইশমামুল হকের বাড়িতে তার পরিবারের কাছে এই টাকা প্রদান করেন।
সেক্রেটারি জেনারেল শাহজাহান বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইশমামুল হক আমাদের প্রেরণা, তার রক্তের উপর দাড়িয়ে আমাদের এই স্বাধীনতা, বাংলাদেশ জামাতে ইসলামী আজীবন শহীদুল ইশমামুল হকের পরিবার পাশে থাকবে। শহীদ ইশমামুল হকের মাকে বলেন, আপনি একজন শহীদের মা আপনার এক ছেলে হারিয়ে যাওয়ার বিনিময়ে লক্ষ ছেলে আপনার পাশে দাড়িয়েছে আপনারা যে কোন প্রয়োজন আমাদেরকে ছেলে হিসেবে ডাকবেন আমরা আসব।
এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, লোহাগাড়া উপজেলা জামতের আমীর আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মৌ: আবুল কালাম আজাদ, বায়তুল মাল সম্পাদক মৌলানা নোমান, আমিরাবাদ ইউনিয়ন শাখার আমীর প্রফেসর হাসান, নায়েবে আমীর সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী,
শ্রমিক কল্যাণ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুস সালাম, সাবেক শিবির নেতা হাফেজ জাহেদুল ইসলাম সহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে বিগত ৫ তারিখ আন্দোলনরত অবস্থায় ঢাকার চানখার পুল এলাকায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ৭ তারিখ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।