বসত ঘরে চুরির মামলায় স্বর্ণের কানের দুল সহ নাহিদুর ইসলাম গ্রেফতার

বসত ঘরে চুরির মামলায় স্বর্ণের কানের দুল সহ নাহিদুর ইসলাম গ্রেফতার।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
৫ই জানুয়ারি-২৫ চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মা ও শিশু হাসপাতালের সামনে থেকে ভোর পাঁচ টায় আসামী নাহিদুর ইসলামকে দুইটি স্বর্ণের কানের দুল সহ আটক করে লোহাগাড়া থানা পুলিশ
আসামী নাহিদুর ইসলাম(২৪)লোহাগড়া সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ সূখছড়ী হোসেন সিকদার পাড়ার আবুল হাশেমের পুত্র।
মামলাটি দায়ের করেন, একই উপজেলার বাসিন্দা লোহাগাড়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড তালুকদার পাড়ার বাসিন্দা মৃত আব্দুল হামিদের পুত্র মোহাম্মদ জহির উদ্দিন(৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী জহির উদ্দিন তার বোন শাহজাদা বেগমের বাড়িতে ৪ ই জানুয়ারী -২৫ সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে দুপুরের খাওয়া-দাওয়া করার জন্য বেড়াতে যায় সেখানে তার বোন ও আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ শেষে বিকাল ৪টার দিকে বাড়িতে ফিরে আসে তখন বাদী তার বাড়ির উত্তর পাশের দরজা খোলা দেখে ও বাড়ির প্রধান ফটকের পূর্ব পাশের জানালা ভাঙ্গা দেখতে পায় তখন আশেপাশের প্রতিবেশীদের ডেকে নিয়ে বাড়িতে প্রবেশ করে বাদীর রুমের কাঠের আলমারি ও তার মায়ের রুমের কাঠের আলমারিটি ভাঙ্গা দেখতে পায় বাদীর আলমারির মধ্যে থাকা দুইটি স্বর্ণের কানের দুল (মূল্য ৬০০০০ টাকা)একটি স্বর্ণের আংটি মূল্য (৩০০০০) ও নগদ ৭০ হাজার টাকা তার মায়ের রুমের আলমারির মধ্যে থাকা ১০ হাজার টাকা পাওয়া যায় নাই। বাদী তার অনুপস্থিতিতে তার বাড়ির মধ্যে চোর ঢুকে নগদ টাকা স্বর্ণ চুরির অভিযোগে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,বাদী মামলাটি করার পর এসআই জহিরুল ইসলাম কে উক্ত মামলায় সম্পৃক্ত ব্যক্তিদের সনাক্ত করে গ্রেফতার করার নির্দেশ দিই, এসআই জহিরুল ইসলাম(নি:)তথ্যপ্রযুক্তির সহায়তা ও সোর্সের মাধ্যমে জানতে পারে নাহিদুর ইসলাম (২৪)লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনস্থ মা ও শিশু হাসপাতালের সামনে অবস্থান করতেছে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর এসআই জহিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় এই সময় তার প্যান্টের পকেট থেকে দুইটি স্বর্ণের কানের দুল জব্দ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *