বড়হাতিয়ায় বন্যহাতির আক্রমণে মোস্তফা আলীর ভাংচুর, লাখ টাকা ক্ষয়ক্ষতি
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম জেলা লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড হরিদাঘোনা এলাকায় হাতির আক্রমণে ১টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে।
৯ ডিসেম্বর রাত ৪টায় বড়হাতিয়া হরিদাঘোনার পশ্চিমে পাহাড়ের উপর নিমির্ত মোস্তফা আলী (প্রকাশ আলমগীর বর ) বাড়িটি হাতির আক্রমণে চুরমার করে দিয়ে যায়। ঐসময় বাড়ির লোকজন বন্যহাতির আক্রমণের খরব পেয়ে পালিয়ে গেলে প্রাণে বেঁচে যাই।
একান্ত সাক্ষাৎকারে মোস্তফা আলীর ছেলে মোহাম্মদ আলমগীর জানান, রাত ৩টা থেকে হাতি আক্রমণ শুরু করে। তখন আমরা খবর পেয়ে আমার বৃদ্ধ মা-বাবা সহ শিশুদের বাড়ি থেকে নিরাপদে সরিয়ে দিই এবং হাতির আক্রমণ থেকে বাড়িটি বাঁচতে চেষ্ঠা করলেও সম্ভব হয়নি। বাড়ির টিন, বিদ্যুৎ মিটার সহ আসবাব পত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ হাতি আসার খরবে এলাকায় আতংক ছড়িয়ে পড়লে সবাই জানমালের নিরাপত্তার জন্য ছুটাছুটি করে। হাতিটি গাছপালাসহ আরো কিছু বাড়িতে আক্রমন করলেও আমাদের বাড়িটি একেবারে ভেঙে ফেলে।পলে বাড়িটি বসবাসের অযোগ্য হয়ে গেছে। আমাদের ১লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। যার দরুণ আমরা বৃদ্ধ মা-বাবা নিয়ে খোলা আকাশের নিচে আবস্থান করছি। এই শীত মৌসুমে ছোট্ট বাচ্চা সহ পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছি। তাছাড়া, আমাদের আর্থিক অবস্থা তেমন স্বচ্ছল নয় বিধায় আমাদের পক্ষে বাড়িটি মেরামত করা কষ্টকর হবে। আমি এব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার,চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।