বগুড়া ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জনদরদী রানার আর্থিক অনুদান।।
এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া –
বগুড়া ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে অাশরাফ আলী নামে এক কৃষকের বাড়িতে অগ্নিকান্ডে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।জানাযায় শনিবার গভীর রাতে ঐ কৃষকের বসতবাড়িতে আগুন লাগে,আগুনে দুটি গরু,ধান ও আসবাবপত্র সহ মোট তিনলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এমন খবর পেয়ে কৃষক আশরাফ আলীর বাড়িতে ছুটে যান ধুনটের কৃতিসন্তান,তরুন সমাজ সেবক জনদরদী রানা আহম্মেদ।তিনি সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ পাঁচ হাজার টাকার আর্থিক অনুদান দেন।এ সময় উপস্থিত ছিলেন উজ্জ্বল হোসেন,হাওয়ার্ড,রুবেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।