বগুড়ার কাহালুতে দিন দুপুরে হিন্দু সম্প্রদায়ের গৃহবধূ কে গলায় ছুরি ধরে ধর্ষণ এখনও গ্রেফতার হয়নি ধর্ষণকারী।
মোঃআব্দুস ছালাম মীর নিজস্ব প্রতিবেদক ঃ
বগুড়ার কাহালু উপজেলার কালাই কুমারপাড়া গ্রামে হিন্দু গৃহবধু জনৈক্য (২২) এর ঘরে ঢুকে ধারালো অস্ত্র গলায় ধরে জোরপূর্বক ধর্ষন করেন একই গ্রামের মোখলেছার রহমানের বিবাহিত পুত্র মুক্তার হোসেন (২৬)। ঘটনার পর থেকে লম্পট মুক্তার হোসেন পালিয়ে বেড়াচ্ছেন বলে এলাকাবাসী জানায়। এই ঘটনায় উক্ত গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে,এবং ছি ছি রব উঠেছে।
সংখ্যা লগুদের উপর এই ধরনের মুসলমান ছেলে কতৃক ঘটনা মেনে নিতে নারাজ এলাকাবাসী। সরেজমিনে গেলে জানা যায়,উক্ত গৃহবধু, তার স্বামী ও প্রতিবেশী লোকজন নির্যাতিত গৃহবধুর স্বামী কালাই কর্নিপাড়া বাজারে সেলুনের দোকানে কাজ করেন। গত বুধবার সকালে সে প্রতিদিনের ন্যায় দোকানে কাজে করতে যায়। তার স্ত্রী বিকেল বেলা পার্শ্বে প্রতিবেশী মিন্টুর বাড়ীতে বাচ্ছাদের পিকনিকের অনুষ্ঠানে যায়। এই সুযোগে মুক্তার হোসেন উক্ত গৃহবধুর বাড়ীতে ঢুকে লুকিয়ে থাকে, পরে উক্ত গৃহবধু বাড়ীতে প্রবেশ করে ঘরে ঢুকলে মুক্তার হোসেন তার ঘরে ঢুকে গলায় ধারালো চাকু ধরিয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করেন। অতপর গৃহবধুর স্বামী বাড়ীতে বাজার দিতে এসে বাড়ীর দরজায় ডাকাডাকি করলে লম্পট মুক্তার হোসেন বাড়ীর প্রাচীর টিন ফাঁক করে দ্রুত পালিয়ে যায়।
মুক্তার হোসেনের পিতা স্থানীয় ভাবে মাটি ও বালু দস্যু এবং প্রভাবশালী হওয়ায় অনেকে তাদের ভয়ে প্রতিবাদ বা মুখ খুলতে সাহস পায় না। নির্যাতিত গৃহবধু ও তার পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা দায়ের করেন। তারা আরও জানান, ঘটনার পর থেকে তাদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। অভিযুক্ত মুক্তার হোসেনের বাড়ীতে গিয়ে বাড়ীর দরজা তালাবদ্ধ পাওয়া যায়। গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াছেন মুক্তার হোসেন। এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর সাথে কথা বলা হলে তিনি জানান, ভিকটিম বাদী হয়ে থানায় একটি ধর্ষন মামলা করেছেন। তিনি আরও জানান, আসামী গ্রেফতারের অভিযান চলছে,দ্রুত সময়ে গ্রেফতার করা হবে।