ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিশোরের আত্মহত্যা
মো আরাফাত আনোয়ারা(চট্রগ্রাম) প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে চট্রগ্রাম আনোয়ারা উপজেলায় এক কিশোর আত্মহত্যা করেছে। নিহত কিশোরের নাম মুহাম্মদ সালাউদ্দীন (১৭)।শুক্রবার দুপুরে উপজেলার চাতরী এলাকার বদু তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সালাউদ্দীন চাতরী এলাকার বদু তালুকদার বাড়ী গ্রামের নুরুল আলম ছেলে।
জানা গেছে, প্রেমিকা প্রত্যাখ্যান করলে হতাশাগ্রস্ত হয়ে পড়ে সালাউদ্দিন ।
এ কারণে অভিমান করে বুধবার রাতে প্রেমিকার উদ্দেশ্যে নিজ হাতে চিঠি লিখে এর পর ফেসবুকে স্ট্যাটাস লিখে ঘরের পাশে দোকানে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মৃত্যুর আগে ফেসবুকে সালাউদ্দিন দেয়া সেই পোস্টটি লেখা ছিল, মায়া না ভালো থাকতে দেয় না বাঁচতে দেয়। মৃত্যুর দুয়ারে দাড়িয়ে দেয়,
আনোয়ারা থানা অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমক হাসপাতালে পাঠানো হয়েছে।