ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের মানববন্ধন
আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্যাতন, হত্যাযজ্ঞ ও হামলা বন্ধের দাবিতে উপজেলার অন্যতম সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
জুমার নামাজের পর উপজেলার অন্যতম সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে মোহাম্মদ আলী বাড়ী জামে মসজিদ থেকে বের হয়ে চাতরী চৌমুহনী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ওয়ান মাবিয়া সিটি সেন্টার সামনে মানববন্ধন প্রতিবাদ সভা হয়।
ইসরায়েলি হামলার তীব্র নিন্দার পাশাপাশি ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আবদুল্লাহ সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জামে মসজিদের খতিব মাওলানা আহমদ নূর আল-কাদেরী, মাওলানা জাহাঙ্গীর আল-কাদেরী, মোহাম্মদ আলী জামে মসজিদের সাবেক সভাপতি মোহাম্মদ ইছুপ,উপদেষ্টা আব্দুল লতিফ,যুবনেতা আ ন ম নাছির উদ্দীন,গিয়াস উদ্দীন টিটু,মোহাম্মদ সোহেল,জাহাঙ্গীর,চাতরী কাঁচা বাজার ব্যবসী সমিতির সদস্য মোহাম্মদ ফোরকান,এরফান নূরী,আজম খান,জোবাইদুল হক,আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের অর্থ সম্পাদক শফি আলম,সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক সাকিবুল ইসলাম,সদস্য আমির হোসেন,তানবীর,বিলাল,রবিউল,রিদুওয়ান প্রমূখ।
মোহাম্মদ আলী জামে মসজিদের খতিব মাওলানা আহমদ নূর আল-কাদেরী বলেন, “অসহায় ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। হাসপাতালেও বোমা হামলা চালানো হচ্ছে। প্রতিদিন হাজারো শিশুদের নির্মমভাবে হত্যা করছে ইসরায়েলি বাহিনী।
“কিন্তু পশ্চিমারা এই হত্যাযজ্ঞের পক্ষে অবস্থান নিয়েছে। অবিলম্বে অসহায় ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধ করে যুদ্ধবিরতির মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বনেতাদের আহ্বান জানাচ্ছি।”