প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন-হুইপ স্বপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন-হুইপ স্বপন

কাজী রিপন,জয়পুরহাট প্রতিনিধি:

জাতীয় সংসদের হুইপ,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় কালে হুইপ স্বপন বলেছেন,আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশ দুর্নীতিমুক্ত থাকে”দেশের মানুষ জানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সকল মানুষই কিছু পায় বলে তিনি আরও বলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন যা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন বলে বিএনপি-জামায়াতের নাশকতা ও নৈরাজ্য কথা তুলেধরে তীব্র সমালোচনাও করেন হুইপ স্বপন।

শুক্রবার(৩০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের খোঁজখবর নেন হুইপ স্বপন।

এসময় উপস্থিত ছিলেন,ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল,আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আব্দুল মজিদ মোল্লা,ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার, মামুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান শামীম, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর,জয়পুরহাট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ স্বপনের ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকতসহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *