প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে প্রকাশ্য হত্যার হুমকী দেওয়ায় সাতকানিয়ায় প্রতিবাদ সমাবেশ
রিপোর্ট - মিনহাজ বাঙালী
রাজশাহীতে বিএনপির প্রকাশ্য জনসভা থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং হুমকি প্রদানকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাতকানিয়া উপজেলা যুবলীগ।
সোমবার চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য জাবেদ ইকবাল, পৌরসভা যুবলীগের সভাপতি আনিসুর রহমান,সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক হারেজ মাহাম্মুদ, পৌরসভা ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ, ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রহিম জয় সহ আরে অনেকেই।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন বিএনপি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খালেদা-তারেকের মতোই হত্যা ও খুনের রাজনৈতিক পথেই আছে। বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো হামলা চালিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ও নিশ্চিহ্ন করার জঘন্য বর্বর রাজনীতিই করছে।
তারা আরো বলেন, হত্যা-খুন-জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ উৎপাদন পুনঃউৎপাদনের কারখানা বিএনপি সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির জন্য স্থায়ী বিপদ। তাই কোনো ছাড়া না দিয়ে বিএনপিকে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির মাঠ থেকে রাজনৈতিকভাবে বিদায় দিয়েই দেশে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে নিরাপদ ও শক্তিশালী করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকী দেওয়া রাজশাহী জেলা বিএনপি নেতা আবু সাঈদ তর চাঁদকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।