প্রধানমন্ত্রী কক্সবাজার আগমন রেল স্টেশনসহ ২০টি প্রকল্প শুভ উদ্বোধনের ঘোষণা

প্রধানমন্ত্রী কক্সবাজার আগমন রেল স্টেশনসহ ২০টি
প্রকল্প শুভ উদ্বোধনের ঘোষণা।

কক্সবাজার জেলা প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা
জননেত্রী শেখ হাসিনা এমপি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্বপ্ন পূরণে কক্সবাজার আইকনিক রেল স্টেশন হুইসেল বাজি শুভ উদ্বোধন ঘোষণা করেছেন, এই প্রকল্পতে প্রায় ১৮হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে।এবং সুধী সমাবেশে যোগ দিয়েছেন।আরও মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে রেলগাড়ির টিকেট কেটে রেল চড়ে
কক্সবাজার থেকে রামু উপজেলায়
পর্যন্ত গিয়েছেন। পরে রামু সেনানিবাসে অভ্যন্তরীন অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেই খান থেকে মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টারের যুগে মহেশখালী -মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ, সমুদ্র বন্দর, খুরুশকুল বাকখালী নদীর উপরে সেতু,বিআরটিসি দুইটি বাসসহ মোট ২০টি
প্রকল্প শুভ উদ্বোধ ঘোষণা করেছেন,এবং আরও ৪টি প্রকল্প স্হাপন করেছেন।ও মাতারবাড়ি
জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথির বক্তব্য
দিয়েছেন।এবং মাননীয় প্রধানমন্ত্রী আগমনে মহেশখালী -মাতারবাড়ি জনসভা মাঠে জনসমুদ্রে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন রেলপথ নির্মাণে অর্থনীতি ভাবে,কক্সবাজার ফলশ্রুতি বেড়ে যাবে, দেশের মানুষ বিভিন্ন জেলায় সহজে যাওয়া আসা করতে পারবেন, সীমিত খরচ করে, এবং সারাবাংলাদেশের টুরিস্ট কক্সবাজার সহজে ভ্রমণে আসতে পারবেন,ও ঢাকাসহ পুরো বাংলাদেশের যে কোন জেলা যেতে
পারবেন,এমন কি বিশেষ করে বিভিন্ন জেলা থেকে আসা টুরিস্ট ডেলি আসা-যাও করতে পারবেন এবং টুরিস্টের মালামাল রাখার জন্য বিশেষ লকারের ব্যবস্হা করা হয়েছে। এবং কক্সবাজারের এলাকাবাসী বলেছেন বিট্রিশ অমল থেকে স্বপ্ন ছিল রেলপথ
নির্মাণ হবে, আজ স্বপ্ন পূরণ হলো।
তাই কক্সবাজারবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।এবং
সাথে সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,শেখ রাসেল,বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। উন্নয়নের সরকার বার বার দরকার,
নৌকা মার্কা সরকার বার বার দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *