পূজায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না: চট্টগ্রাম পুলিশ সুপার
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ বলেছেন, প্রতিবারের মত এবারেও কেন্দ্রীয় ও জেলা পূজা উদযাপন কমিটির সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে। আমরা থানা অফিসার ইনচার্জ (ওসি)দের নিরাপত্তার বিষয়ে সার্বিক নির্দেশনা দিয়েছি। আমাদের আইনশৃংখলাবাহিনী পূজার নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি অতীতের মত কোন অপশক্তি পূজায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না।
শনিবার (২১ অক্টোবর) বিকেল ৫টাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পূজার সার্বিক বিষয় স্থানীয় পূজা কমিটিকে দেখতে হবে। এটাকে শুধু পূজা নয় উৎসব হিসেবে দেখতে হবে সবার। প্রতিমা বানানো থেকে সবকিছু নিরাপত্তা আমাদের রয়েছে। এর মধ্যে এখন মূল পূজা চলছে। বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই পূজা। আপনারা উৎসব নিয়ে পূজা উদযাপন করেন।
আনোয়ারার সবচেয়ে বড় পূজামণ্ডপ জয়কালী হাট কচিকাঁচা পূজা মণ্ডপ ও রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মণ্ডপ তিনি পরিদর্শনে যান। এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ, চট্টগ্রাম জেলা পূজা পূজা কমিটির নেতা আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান ওসীম কুমার দেব, চট্টগ্রাম জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক সুগ্রীম মজুমদার দোলন, আনোয়ারা পূজা কমিটির সাধারণ সম্পাদক নিউটন সরকারসহ স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ।