পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগে তিন প্রতারক কে আটক করেছে ওসি রাশেদুল ইসলাম
কামরুল ইসলাম
পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও কেচা বাজার বিক্রেতার কাছ থেকে বিভিন্ন বাজার ও টাকা নিয়ে পদুয়া বাজার থেকে চম্পট দেওয়ার সময় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলামের হাতে তিন প্রতারক আটক।। বিশেষ সূত্র মতে জানাযায় মঙ্গলবার (১১ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে ওসি মো. রাশেদুল ইসলাম ও এসআই গোলাম পারভেজ রাশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহদ্দার বাড়ীর মৃত আব্দুস সাত্তারের ছেলে মোজাম্মেল হক চৌধুরী (৩৪), মহি উদ্দিন (২৬) ও মৃত মো. ইদ্রিসের ছেলেন মো. ইলিয়াছ বাবুল (৫৪)।
ভুক্তভোগী মো. ইসমাঈল বলেন, গ্রেপ্তারকৃত তিনজন পুলিশ পরিচয় দিয়ে উপজেলার পদুয়া বাজারে বিভিন্ন সাধারণ লোকজনদের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। স্থানীয়দের সন্দেহ হলে তাদের পরিচয় নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ শুরু করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা লোহাগাড়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুল ইসলাম দৈনিক স্বাধীন সংবাদ কে বলেন, একটি প্রতারকচক্র লোহাগাড়ার বিভিন্ন স্থানে পুলিশ পরিচয় দিয়ে মামলার ভয় দেখিয়ে প্রতারণা করে আসছে। ১১ই জুন মঙ্গলবার বিকেল থেকে উপজেলার পদুয়া বাজারে সাধারণ লোকজনের সন্দেহ হলে তাদের ধাওয়া করেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশ নয় বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।