পুরাতন নিয়মে সাতকানিয়ায় ঢোল পিটিয়ে জায়গা দখল
সাতকানিয়া প্রতিনিধি (চট্টগ্রাম)
চট্টগ্রাম সাতকানিয়া মাদার্শা ইউনিয়নের অন্তর্গত শাহনগর সিকদার বাড়ি এলাকায় মতলুব রহমান চৌধুরী এর সন্তান মুজিবুর রহমান গংদের পৈতৃক ও মৌরশি জায়গা সম্পদ নিয়ে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে মামলা মোকাদ্দামা চলমান ছিল। কিম্তু বর্তমানে গত ২০ই জুলাই ২০২৩ ইং তার অবসান ঘটিয়ে পটিয়া যুগ্মজেলা জজ আদালতের নির্দেশনায় প্রকাশ্য জায়গা দখল বুঝিয়ে দেন সাতকানিয়া আদালতের কর্মচারীবৃন্দ। এ সময় এলাকার লোকজনদের সাথে নিয়ে প্রকাশ্য ঢোল পিটিয়ে জায়গা দখল বুঝিয়ে দেন। পটিয়া যুগ্মজেলা জজ আদালতের নির্দেশনায় বিভাগ ৪/৯৭ ইং মোকাদ্দামায় ডিগ্রি প্রাপ্ত জারি মামলা নং ৫/২০২১ ইং স্মারক নং-০২ তারিখ ১১-০৫-২০২৩ মারফতে সাব জজ কোর্ট পটিয়া কর্তৃক সার্ভে কমিশনার নিয়োগ করতঃ বাদী পক্ষকে ডিগ্রি প্রাপ্ত জমি দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় সাতকানিয়া আদালতের নেজারত বিভাগের নাজিরকে।