পারকী সমুদ্র সৈকতে নতুন পার্কিং ইজারাদারদের বিরুদ্ধে প্রভাবশালী মহলের নানা চক্রান্ত

পারকী সমুদ্র সৈকতে নতুন পার্কিং ইজারাদারদের বিরুদ্ধে প্রভাবশালী মহলের নানা চক্রান্ত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা পারকী সমুদ্র সৈকতে পার্কিং এর নতুন ইজারাদারদের বিরুদ্ধে অবৈধ সুবিধাভোগ করতে না পেরে একটি প্রভাবশালী মহল নানা চক্রান্ত করে হয়রানি করার অভিযোগ তুলেছেন নতুন ইজারাদার নুরুল আমিন। ইজারাদার নুরুল আমিন জানান,  পারকী সমুদ্র সৈকতে আগে কোন ধরণের ইজারা হতো না। একটি স্থানীয় প্রভাবশালী মহল ইচ্ছে মতো পার্কিং এর টাকা তুলে নিজেদের পকেট ভারী করতো। তারপরে দুই লক্ষ টাকা দিয়ে একবার ইজারা নিয়ে পার করে দেয় কয়েক বছর যাতে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারিয়েছে। এভাবে প্রভাবশালী মহলটি লুটেপুটে খেয়েছে পার্কিং এর টাকা।  গত ২৪শে এপ্রিল ১৪৩১ বাংলার জন্য উপজেলা প্রশাসন ইজারা বিজ্ঞপ্তি দিলে আমরা ভ্যাটসহ সর্বমোট ২৩ লক্ষ ৪০ হাজার টাকা দিয়ে ইজারা নিই। পারকী এরিয়ায় নিদিষ্ট বড় কোন পার্কিং না থাকায় বিভিন্ন জায়গায় গাড়ী পার্কিং করে ভ্রমণ পিপাসুরা। বিভিন্ন রিসোর্টের সামনে খালি জায়গায়, খাস জায়গায়, পার্কিং করে আসতেছে। কিন্তু বর্ষাকালে কয়েকদিনের বৃষ্টিপাত হওয়ায় পার্কিং এর নিচের জায়গায় পানি জমে গেলে সমুদ্র এরিয়ায় রাস্তার ওপর উভয় পাশে পর্যাপ্ত পরিমাণ খালি জায়গায় গাড়ি পার্কিং করে পার্কিংয়ের টাকা তুলা হচ্ছে। এটাকে কেন্দ্র করে প্রভাবশালী মহলটি কিছু মিডিয়া কর্মীদের টাকা দিয়ে পারকী রাস্তার উভয় পাশে অবৈধ পার্কিং করে চাঁদা আদায় শিরোনামে সংবাদ প্রচার করে ইজারাদারদেরকে হয়রানি করতেছে এবং ইজারাদারদের ব্যাপারে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে।

শহর থেকে আগত মুছা নামের এক বাস চালক বলেন, আমি চট্টগ্রাম শহর থেকে এসেছি ভ্রমণকারীদের নামিয়ে দিয়ে রাস্তার পাশে খালি জায়গায় পার্কিং করেছি। এতে করে কোন ধরণের যানজট হওয়ার কথা নই।
করিম নামের এক সিএনজি চালক জানান, প্রতি  শুক্রবার পর্যটক বেড়ে গেলে যানজট এমনি হয়। রাস্তার গাড়ী পার্কিং করে পার্কিংয়ের টাকা কোন অন্যায় হচ্ছে না বলে জানান সে। ইজারাদারদের দাবী বিভিন্ন রিসোর্টের সামনে খালি জায়গায় পার্কিং না করে একটি নিদিষ্ট জায়গায় পার্কিং করলে পারকি সমুদ্র সৈকতের সৌন্দর্য আরো বাড়বে।

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন বলেন, এ ধরণের খবর পেয়ে আমি ইজাদারদের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন বৃষ্টির পানিতে নির্ধারিত স্থানে পার্কিং এলাকা ডুবে গেছে তাই সাময়িকভাবে সড়কে পার্কিং করা গাড়ী থেকে পার্কিংয়ের খরচ নিচ্ছে। এ ব্যাপারে ইজারাদারকে সর্তক করা হয়েছে এবং আমি নিজে গিয়ে বিষয়টি পরিদর্শন করে আসবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *