পারকী প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মো আরাফাত আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারকী প্রিমিয়ার লীগ-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পারকী সমুদ্র সৈকতে পারকী রেংগার্স ফুটবল একাদশ ও পারকী বোস ফুটবল ক্লাবের মধ্যকার এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য থেকে ট্রাইবেকারে পারকী বোস ফুটবল ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে পারকী রেংগার্স ফুটবল একাদশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, এসময় দুধকুমড়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে, খলিলুর রহমান, নুর বেগম, আব্দুর রহমান খান, নুরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, এই আসরের খেলায় সেরা গোলদাতা এবং সেরা খেলোয়াড় পারকী বোস ফুটবল ক্লাবের আকাশ, সেরা গোলকিপার জোবায়ের, হ্যাট্রক খেলোয়াড় নেজামকে পুরুষ্কৃত করা হয়।