
পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১ এপ্রিল-২৫ (মঙ্গলবার)বিকাল ৩ টায় অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালী , বিদ্যালয়ের হল রুমে কেক কাটা, সভাপতি, প্রধান অতিথি,বিশেষ অতিথি, প্রাক্তন ও বর্তমান শিক্ষক বৃন্দের আসন গ্রহন ও অতিথিদের ফুলের তোড়া ও মাল্যদান,সভাপতি কর্তৃক অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব,বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ড. মো. মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মোহাম্মদ ইসমাঈল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক সমাজসেবক আলহাজ্ব ফজল আহমদ হারুন।
প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী ও প্রচার সম্পাদক জাবের মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক খালেদ হোসাইন, প্রাক্তন শিক্ষার্থী, লোহাগাড়া উপজেলা প্রাক্তন স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ আবদুল কায়য়ুম, শিক্ষক নেতা সুনীল কুমার চৌধুরী, এডভোকেট চন্দন দাশ, প্রাক্তন শিক্ষার্থী,সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস এন্ড বেকার্স এর চেয়ারম্যান সাইফুল ইসলাম, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, সমাজসেবক নুরুল ইসলাম সিকদার, প্রশান্ত দাস, ডাক্তার মোহাম্মদুল হক মেজবাহ, প্রকৌশলী রতন দাস, মাস্টার মোহাম্মদ নবী চৌধুরী, হারুন অর রশিদ চৌধুরী,আবুল হাসেম, হাকিম বকসু, মাস্টার শামসুল আলম, প্রকৌশলী কামাল হোসেন সেলিম, মাস্টার মোহাম্মদ ইলিয়াস, প্রফেসর মোর্শেদ আলী, মাস্টার ফরিদ আহমদ, আব্দুল বাকি চৌধুরী,আমানুল হক মেম্বার, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন,
মোহাম্মদ আলমগীর, সঞ্জয় মিত্র, এডভোকেট রঞ্জয় মিত্র,মুহাম্মদ রাসেল, মোহাম্মদ ইমরান, তাজ উদ্দীন, মোস্তফা ইমতিয়াজ চৌ,মোহাম্মদ সেলিম প্রমুখ।
পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থীরা শৈশবের স্মৃতি ভাগাভাগি করেছেন। পুনমিলনীতে ৬২ বছরের পুরোনো স্কুলটিতে এসেছেন বর্তমান, সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা। সুন্দর মুহূর্ত কাটাতে আনন্দে মাতোয়ারা হয়েছেন সকলেই।
উক্ত পূনর্মিলনীটি বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের ফাঁকে কেউ কেউ দলবদ্ধ হয়ে ছবি তুলেছেন, কেউ আবার আড্ডায় গল্পে মেতেছেন। বিদ্যালয়ের পুনর্মিলনীতে সকলে একসাথ হয়েছেন বিদ্যালয় মাঠে। একে অপরের সাথে সাথে পুরনো স্মৃতি ভাগাভাগি করেন।
র্যাপেল ড্র, পরে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকল প্রাক্তন শিক্ষার্থী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন।
এছাড়াও আয়োজক কমিটির পক্ষ থেকে সবার জন্য রাত্রের খাবার পরিবেশ করা হয় ।