পটিয়া পৌরসভায় মশক নিধন ঔষুধ ছিটানোর কার্যক্রম উদ্বোধন করলেন পৌর মেয়র আইয়ুব বাবুল

পটিয়া পৌরসভায় মশক নিধন ঔষুধ ছিটানোর কার্যক্রম উদ্বোধন করলেন পৌর
মেয়র আইয়ুব বাবুল।

পটিয়া প্রতিনিধি।

পটিয়া পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে সপ্তাহ ব্যাপী মশক নির্ধন ঔষুধ ছিটানো হবে।
এ উপলক্ষে পটিয়া পৌরসভার মেয়র সমাজ সেবক আলহাজ্ব আইয়ুব বাবুল আজ এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির খসরু, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী শহীদুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামশুল আরেফিন বিটু, পৌর কঞ্জজারভেন্সী পরিদর্শক অরজিত প্রমুখ।
এতে পটিয়া পৌরসভার মেয়র জনসেবক আইয়ুব বাবুল বলেন পটিয়া পৌরসভাকে আধুনিক দৃষ্টি নন্দন শহর হিসাবে গড়তে সব ধরনের প্রদক্ষেে গ্রহণ করা হবে। পরিচ্ছন্ন ওর্য়াড বির্নিমানে মশক নিধন ঔষুধ ছিটানো হচ্ছে প্রতিটি ওর্যাডে এ কার্যক্রম পরিচালনা করা হবে। একটি সুন্দর অবকাঠামোগত পৌর শহর গড়ে তুললে আমি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার পৌর নাগরিকরা যদি পৌরসভার ভিবিন্ন কাজে সহযোগিতা করেন আরও ব্যাপক সফলতা আসবে ইনশাআল্লাহ।
বি:দ্র: সপ্তাহব্যাপী মশক নিধনের কার্যক্রম চলমান থাকবে,যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে মশক ঔষুধ ছিড়ানো প্রয়োজন, স্ব-স্ব- কাউন্সিলর এর সাথে যোগাযোগ করে, মশক ঔষুধ ছিঁটানোর জন্য পৌরবাসীর প্রতি আহ্বান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *