নৌকার প্রার্থী মাহবুর হাতেই কক্সবাজার পৌরসভা
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: কক্সবাজার পৌরসভার নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান মাবু।
সোমবার (১২ জুন) অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি ৩৮৪৪ ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাশেদুর রহমান রাশেদকে হারান।
সারাদিন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া ইভিএমে সুষ্ঠু ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায় ১২টি ওয়ার্ডের ৪৩ টি কেন্দ্রে নৌকা ২৮৪১৮ ভোট এবং নারিকেল গাছ ২৪৫৭৪ ভোট পেয়েছে।
কক্সবাজার পৌরসভায় ১২টি ওয়ার্ডে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন: ১নম্বর ওয়ার্ডে আকতার কামাল, ২নম্বর ওয়ার্ড- মিজানুর রহমান মিজান ৩ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল ৪নম্বর ওয়ার্ডে এহেসান উল্লাহ ৫নম্বর ওয়ার্ডে শাহাব উদ্দীন শিকদার ৬নম্বর ওয়ার্ডে উমর ছিদ্দিক লালু,৭ নম্বর ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু ৮নম্বর ওয়ার্ডে রাজবিহারী দাশ ৯নম্বর ওয়ার্ডে হেলাল উদদীন কবির ১০নম্বর ওয়ার্ডে সালাহ উদ্দিন সেতু ১১নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু ১২ নম্বর ওয়ার্ডে এমএ মঞ্জুর মন্জুর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে ১,২,৩ নম্বর ওয়ার্ডে শাহেনা আকতার পাখি, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে ইয়াছমিন আকতার, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে জাহেদা আকতার ১০,১১,১২ নম্বর ওয়ার্ডে নাছিমা আকতার বকুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।