নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ডে মনোনীত হলেন আলহাজ্ব আবুল বশর আবু
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বাশার গ্রুপ অব কোম্পানি ও হোটেল সী ওয়ার্ল্ডের চেয়ারম্যান এন্ড সিইও আলহাজ্ব আবুল বশর আবু নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড-২৩ মনোনীত হয়েছেন।
জনাব আলহাজ্ব আবুল বশর আবু একজন দেশবরেণ্য শিল্পোদ্দ্যেক্তা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও দানবীর। সুশৃংখল জীবন, নীতি নৈতিকতা ও পরিকল্পিত জীবন যাবন এবং সৃষ্টিশীল আলোকিত শিল্প উদ্দ্যক্তা হিসেবে তিনি তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুস্মরণীয়। তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী, চৌকষ ও সৃজনশীল মানবিক সাদা মনের মানুষ। তাছাড়া তিনি শুধু শিল্প উদ্দোক্তা নয়, তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও। তাই তিনি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদান রাখছে বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব আবুল বশর আবু।
সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ ও নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ আয়োজনে আগামী ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় হিমালয় কণ্যা নেপালের কাঠমন্ডু শহরের হোটেল তামান পার্কের হল রুমে বর্নাঢ্য অনুষ্ঠানে আলহাজ্ব আবুল বশর আবু কে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাওর্য়াড প্রদান করা হবে।
আন্তজার্তিক এ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেশবরেণ্য দুইদেশের শিল্পীরা বাংলাদেশ ও নেপালের বিভিন্ন শিল্প ও সংস্কৃতি তুলে ধরে সংগীত প্ররিবেশন করবেন।
একান্ত সাক্ষাৎকারে আলহাজ্ব আবুল বশর আবু বলেন- তাঁর কাজের স্বীকৃতির জন্য “নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড” এ তাকে মনোনীত করায় আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। দেশবরণ্য শিল্পপতি ও মানবতার সেবক আলহাজ্ব আবুল বশর আবু আগামী ২৩ নভেম্বর নেপালে গিয়ে এই সম্মাননা স্মারক গ্রহন করবেন। তিনি আরো বলেন এই স্বীকৃতির জন্য দেশের প্রতি আমার দায়িত্ব ও দায়বদ্ধতা আরো বেড়ে গেল। আমি আমার অর্জিত “নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড”দেশের মানুষকে উৎসর্গ করলাম।
উল্লেখ্য জনাব আলহাজ্ব আবুল বশর আবু সমাজ সেবা, মানব সেবা, শিল্পোদ্যোক্তা ও শিক্ষানুরাগী হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য সম্মাননা স্মারক, পদক ও এ্যাওয়ার্ড লাভ করেন। তিনি ইতিমধ্যে সমাজ ও মানব সেবায় বিশেষ অবদান রাখায় ভারত হতে মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস এ্যাওয়ার্ড সহ দেশ-বিদেশের বিভিন্ন মন্ত্রী এমপি হতে একাধিক সম্মাননা অর্জন করেন।
বহু প্রতিভার অধিকারী, বিনয়ী, স্বল্পভাষী, মানবতার বন্ধু আলহাজ্ব আবুল বশর আবু করোনা কালীন দূর্যোগ সময়ে তার দুইটি কমিউনিটি সেন্টারকে সম্পুর্ণ ফ্রি করোনা আইসোলেশন সেন্টারে পরিণত করে করোনা রোগীদের সেবা দিয়ে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন। তাঁর সামাজিক, মানবিক ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান এবং গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় তিনি সমগ্র বাংলাদেশে আলোচিত হয়েছেন।