নিখোঁজ রহিম সন্ধান চাই পরিবার
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পুন্ডুরা সেওড়াতলা এলাকার মো. শফিকুল ইসলামের দশম শ্রেনীতে পড়ুয়া ছেলে রাহীম শুক্রবার (৭ জুন) নিজ বাড়ি হতে নিখোজ হয়েছে বলে জানা যায়। এসময তার পড়নে হালকা খয়েরী রংয়ের ফুল শার্ট ও কালো রংয়ের ফুল প্যান্ট ছিল। রাহীমের পিতা শফিকুল ইসলাম জানান বিকেলে আমার ছলে রাহীম বাড়ি হতে বেড় হয়ে এখন পর্যন্ত বাড়ি ফিরে নাই। ছেলের শোকে মা প্রায় পাগলের মতো হয়ে গেছে। তারা তাদের বড় ছেলে রাহীমকে না পেয়ে সকল আত্বীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে কোথাও পায় নি। রাহীম উপজেলার কুড়ালিয়া বি কে উচচ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে নিম্নে দেওয়া তার পিতার মোবাইল নম্বরে জানাতে অনুরোধ করেছেন তার পিতা শফিকুল ইসলাম। রাহীমের
পিতা শফিকুল ইসলামের মোবাইল নাম্বার-- ০১৭৩৬২০৬২৭১