নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি মোজাফ্ফর হোসেন
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন।
গত ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) পুলিশ লাইন্স ড্রিলশেডে নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে সমস্যা ও প্রস্তাবের বিষয়ে শোনেন এবং সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। তিনি সকল অফিসার ফোর্সকে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং আইন বিধি মেনে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এরপর ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মহাদেবপুর থানা, নওগাঁ জেলার শ্রেষ্ঠ থানা (১ম স্থান) নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার মহাদেবপুর সার্কেলের সার্কেল অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পাল কে শ্রেষ্ঠ সার্কেলের পুরষ্কার, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার, পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ কে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্তের পুরষ্কার প্রদান করেন। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মাহতাব হোসেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)অপরাধ শাখা, পুলিশ সুপারের কার্যালয় নওগাঁকে অবসরজনিত বিদায় সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার।
ওসি মোজাফ্ফর হোসেন মহাদেবপুর থানায় যোগদানের পর থেকে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার, মাদক উদ্ধার, মামলার মূল রহস্য উদ্ঘাটন, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হয়।
এ বিষয়ে ওসি মোজাফফর হোসেন আরো বলেন, পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরো প্রেরণা যোগাবে। কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।