দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মানবিক ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মানবিক ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায় বাজার সিন্ডিকেট ভাঙ্গতে ক্রয় মূল্যে শাক- সবজি বিক্রি শুরু করলেন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

২৪ অক্টোবর (বৃহস্পতিবার)সকাল ১০টায় লোহাগাড়া বটতলি মোটরস্টেশনে ব্যাংক এশিয়ার পাশে ক্রয়মূল্যে সবজি বিক্রি শুরু করেন মানবিক ফাউন্ডেশনের একটি টিম

বাজার থেকে কম মূল্যে সবজি কিনতে পেরে সাধারণ জনগণের ভীড় লাগে। বাজারে কাঁচা মরিচ ২৮০টাকা ফাউন্ডেশনের বিক্রয় মূল্য ১৯০টাকা ব্যবধান ৯০টাকা বেশি এই ভাবে প্রতিটি সবজি আলু ৫৫-৫০ বরবটি ৬০-৪০ শসা ৫০-৩৮ কাকরুল ৯০-৭৫ টাকা। সাধারণ ক্রেতা সাশ্রয়ী মূল্যে সবজি পেয়ে বেশ আনন্দিত।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান ও থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান সবজি বিক্রির স্টল পরিদর্শন করে মানবিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং সকাল প্রকার সহযোগিতা আশ্বাস দেন।

সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সভাপতি ওবাইদুর রহমান বলেন, বাজার সিন্ডিকেট কি ভাবে সাধারণ জনগণকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা আদায় করে তা জনগণকে দেখিয়ে দেওয়া। বাজার সিন্ডিকেট ভেঙে শাক -সবজি ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা আমাদের মূল লক্ষ্য।যতদিন বাজার সিন্ডিকেট ভাঙ্গবে না ততদিন পযর্ন্ত আমাদের বিক্রি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *