দ্বি- বার্ষিক সম্মেলনকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল ও সমাবেশ

 

 

দ্বি-বার্ষিক সম্মেলনকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল ও সমাবেশ

লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি :আগামী ১৪ ই ডিসেম্বর (রোজ শনিবার) সকাল ১০ ঘটিকায় পটিয়া এজে চৌধুরী কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার দ্বি- বার্ষিক সম্মেলনকে স্বাগত জানিয়ে লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে বটতলী মোটর স্টেশনে স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত।

১২ ই ডিসেম্বর -২৪ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় বটতলী জামে মসজিদ থেকে শুরু হয়ে আফসার মেম্বারের পেট্রোল পাম প্রদক্ষিণ করে বেষ্ট চৌধুরী প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রকাশ্যে কোন ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে নাই আওয়ামী সরকার যত রকমের নির্যাতন ছিল সব রকম প্রচেষ্টা চালিয়ে এই সংগঠনের অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারে নাই আমাদের জনশক্তি ২০০৮ সালে যা ছিল বর্তমানে তা বহু গুণ বৃদ্ধি পেয়েছে আগামী ১৪ তারিখ অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে আপনারা সুশৃংখলভাবে যোগদান করবেন প্রতিটি জনশক্তি উক্ত সম্মেলনে যোগদান করে সমাবেশকে সাফল্যমন্ডিত করবেন।

সমাবেশে বক্তব্য রাখেন ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুস সালাম। সিনিয়র সহ সভাপতি রফিক দিদার। সহ সভাপতি ও নির্মাণ বিভাগের সভাপতি ইন্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ। সাধারণ সম্পাদক মনির আহমদ।
এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ছামি উদ্দিন।প্রচার সম্পাদক শহিদুল ইসলাম। বড়হাতিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা নাছির উদ্দীন। পরিবহন শাখার সভাপতি আবুল কাশেম।আমিরাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মুজিবুল করিম হেলাল।পদুয়া ইউনিয়ন শাখার সভাপতি জামাল উদ্দীন।চুনতী ইউনিয়ন শাখার সভাপতি গোফরান তোরাব। লোহাগাড়া ইউনিয়ন সভাপতি হাফেজ ইনজামাম। সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ। চরম্বা ইউনিয়ন সভাপতি হাফেজ জয়নাল আবেদীন। পুটিবিলা ইউনিয়ন সভাপতি আব্দুল বারী। কলাউজান ইউনিয়নের সভাপতি সৈয়দ আহমদ সিকদার। হোটেল – হাসপাতাল শাখার সভাপতি জাহাঙ্গীর আলম। দর্জি শাখার সভাপতি মাওলানা আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক আবুল বশর ।দোকান কর্মচারী শাখার সভাপতি ছাবের আহমেদ মুন্না।ফার্নিচার শাখার সভাপতি হেলাল আজাদ।সাংস্কৃতিক বিভাগের সভাপতি মাওলানা ইউসুফ আলী আনছারী।রিকশা শাখার সভাপতি সাবেক মেম্বার আইয়ুব আলী। বটতলী শহর শাখার সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সহ লোহাগাড়া উপজেলার বিভিন্ন শাখা হতে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিক জনতা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *