দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-চট্টগ্রাম ১৫ আসনের পছন্দের প্রার্থীর পক্ষে লোহাগাড়ায় নেতা-কর্মীদের পৃথক পৃথক আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-চট্টগ্রাম ১৫ আসনের পছন্দের প্রার্থীর পক্ষে লোহাগাড়ায় নেতা-কর্মীদের পৃথক পৃথক  আনন্দ মিছিল।

 

জমির উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

 

গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগের পক্ষে আনন্দের বন্যা বয়ে চলে বিভিন্ন এলাকার তৃণমূল নেতা-কর্মীদের মাঝে। এ সুবাদে অন্যান্য এলাকার মতো লোহাগাড়ায়ও তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উল্লাস চলতে দেখা গেছে। প্রত্যেকেই নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে মনোনয়নের প্রত্যাশায় আনন্দ মিছিল বের করে ১৬ নভেম্বর।

 

চট্টগ্রাম ১৫ আসনের অন্তর্ভূক্ত লোহাগাড়া উপজেলায় নেতা-কর্মীরা পছন্দের প্রার্থীর পক্ষে শ্লোগান দিয়ে মনোনয়নের প্রত্যাশায় আনন্দ মিছিল সহকারে বৃষ্টি ভেজা দিনে বটতলী মোটর ষ্টেশন চত্বর প্রদক্ষিণ করে।

১৬ নভেম্বর সকাল আনুমাণিক সোয়া ১১ টায় সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এম.এ মোতালেব সিআইপি বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে সাতকানিয়া থেকে লোহাগাড়া অংশে প্রবেশ করে তিনি জনগণকে শুভেচ্ছা জানান। ওই সময় লোহাগাড়ায় তাঁর মোটর শোভাযাত্রায় যোগ দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, যুবলীগ নেতা সুমন,রকি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ অন্যরা।

 

বিকেল আনুমাণিক ৪ টায় বর্তমান এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী-এর সমর্থনে লোহাগাড়ায় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল তাঁদের পছন্দের প্রার্থীর নামে ও জয়বাংলা শ্লোগানে বটতলী মোটর ষ্টেশন চত্বর প্রদক্ষিণ করে। মিছিলের অগ্রভাগে নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও লোহাগাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নুরুচ্ছফা চৌধুরী, আওয়ামী লীগ নেতা এইচ.এম গণি সম্রাট , উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দীন, যুগ্ম আহবায়ক আবদুল হান্নান মোঃ ফারুক, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ করিম, উপজেলা শ্রমিকলীগ নেতা নুরুল হক নুনু, ছাত্রলীগ সভাপতি এ.কে.এম আসিফুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ বোরহান ছোবহান, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিজান, পুটিবিলা ইউপি চেয়ারম্যান ও পুটিবিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস.এম. ইউনুচ,আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন, চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীন প্রমুখ।

 

অপর দিকে দুপুর নাগাদ বটতলী মোটর ষ্টেশন চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন-এর সমর্থনে স্থানীয় দলীয় ভক্ত ও অনুরাগীরা আনন্দ মিছিল সহকারে মোটর ষ্টেশন চত্বর প্রদক্ষিণ করেন। মিছিলের নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব ও মাস্টার মিয়া মোহাম্মদ ফারুক, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, আজিজুর রহমান, এম,এস মামুন, দিদারুল আলম বাবুল, সিরাজুল ইসলাম ও কামাল উদ্দীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *