দক্ষিন গারাঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালিত
সাতকানিয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ৯৯ নং দক্ষিণ গারাঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর শুভ জন্মদিন পালিত হয়েছে।
১৮ অক্টোবর বুধবার সকাল ১২ টায় স্কুল হল রুমে প্রধান শিক্ষক শাপলা রাণী পাল এর সভাপতিত্বে শেখ রাসেল দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও স্কুলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক ভুট্টো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গারাঙ্গিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জাফর, ৯নং সোনাকানিয়া সাবেক সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ শফি, ক্রীড়াব্যক্তিত্ব মোহাম্মদ দিদার, সাতকানিয়া উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন হাসান ফাহিম ও স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি ওমর ফারুক ভুট্টো বলেন ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কালো রাতে একদল ঘাতক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ স্বপরিবারে ছোট্ট শিশু শেখ রাসেলকে শহীদ করে। কিন্তু শেখ রাসেল আমাদের মাঝে এখনও বেঁচে আছে। তার কোন অপরাধ ছিল না, একটাই অপরাধ শেখ রাসেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সন্তান। আমরা ১৫ আগষ্ট শহীদ রাসেল সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।