টাঙ্গাইলের মধুপুরে একদিনে একলক্ষ বৃক্ষরোপণ
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাংগাইলের মধুপুরে একদিনে (১৫ জুলাই) একলক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন। এ সময় প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন (১২ টা ৪৮মিনিটে)। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, সিনিয়র সহকারী পুলিশ সুপার( মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি, ওসি মাজহারুল আমিন, কৃষিকর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াকুব আলী, পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহন করেন।
কৃষি মন্ত্রী তার ভাষণে বলেন- স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি দক্ষতার যেমন দরকার তেমনি বৃক্ষ সমৃদ্ধ দেশ গঠনে বৃক্ষরোপণের সবাই কে গাছ রোপন করতে হবে।
এ সময় মধুপুরে ৫৫ বিদ্যালয়ের ৩৮৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মার্টফোন ট্যাব ও গাছ বিতরণ করা হয়।