জিরাইজ হোমিও হল উদ্বোধন করলেন,বিশিষ্ট হোমিও্প্যাথ ডা.বদরউদ্দিন।
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
১৯ মে দুপুর ২ টায় চকরিয়া উপজেলার কাকরা ইউনিয়নের পূর্ব মাঝির পাড়ি এলাকায় হাজী এজাহার হোছাইন মার্কেটের নিচ তলায় জিরাইজ হোমিও হলের শুভ উদ্বোধন করেন, ডা. ছাবেরা - ইয়াকুব হোমিও প্যাথিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠতা ও চেয়ারম্যান ও ডি.ডি.এ এর চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক, ডা. আ.ন.ম বদরউদ্দিন।
এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিও প্যাথ ও ডি.ডি এ এর কক্সবাজার জেলার এডভাইজার ডা. মোহাম্মদ আলম। ডি.ডি.এ এর কক্সবাজার জেলা সভাপতি অধ্যাপক ডা. এনামুল হক চৌধুরী। ডি.ডি.এ এর চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান সিংহা।বিশিষ্ট হোমিওপ্যাথ ডা. হামিদুল্লাহ। জিরাইজ হোমিও হলের স্বাত্তাধিকারী ডা.মুহাম্মদ রইজ উদ্দীন সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন কালে ডা.বদরউদ্দিন বলেন,হোমিও চিকিৎসা বর্তমান সময়ে বিশ্ব ব্যাপী গ্রহণযোগ্য ও স্বীকৃত চিকিৎসা পদ্ধতি,এই চিকিৎসা পদ্ধতিতে মানুষ উপকৃত হচ্ছে দেশের খ্যাতি নামা বিশ্ব বিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে,দেশের ৪০ ভাগ মানুষ হোমিও প্যাথি চিকিৎসা গ্রহণ করছে,এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে পারলে এই চিকিৎসায় মানুষ আরে উৎসাহিত হবে।