জয়পুুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
স্টাফ রিপোর্টার:- রফিকুল ইসলাম
“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে কালাই-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে কালাই উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম এর সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি), জেলা পরিষদের সদস্য রত্না রশিদ, কালাই থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আতিকুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাজমিনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন,আতাহার জুথি মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী হাবিবা জাহান জার্সিয়া,এনজিও প্রতিনিধিসহ আরো অনেকেই।