জয়পুরহাটে তুলশীগঙ্গা নদীর তীর থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালের শাহপাড়া তুলশীগঙ্গা নদীর তীর থেকে দুই নবজাতক শিশুর মরদেহ উদ্ধার
বর্তমান খবর,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শাহপাড়া তুলশীগঙ্গা নদীর সুইস গেইটের পশ্চিম পার্ম্বে নদীর তীর থেকে কার্টুনের মধ্যে রাখা ৫/৬ বয়সের দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে ক্ষেতলাল উপজেলার শাহপাড়া এলাকায় তুলশীগঙ্গা নদীর তীর থেকে নবজাতক দুটি শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ক্ষেতলাল থানার এস আই আব্দুল লতিফর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানান,মঙ্গলবার দুপুর ১২টার স্থানীয় লোকজন ক্ষেতলাল উপজেলার শাহপাড়া তুলশী গঙ্গা নদীর তীরে একটি কার্টুনের ভিতর ৫/৬ মাসের দুটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ক্ষেতলাল থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
০১-০৮-২৩-ইং
নিরেন দাস,জয়পুরহাট
মোবা:-০১৯১৭-২১১১১২