জয়পুরহাটে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দেশীয় ১ হাজার ২০ লিটার চোলাই মদসহ শ্রী সন্দীপ মাহাত (২৬) নামে এক মাদক করাবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২৭ মে) দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাকে আটক করে।

আটককৃত শ্রী সন্দীপ মাহাত পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের মৃত. শীবচরণ মাহাত ছেলে।

রবিবার সকালে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে(ভারপ্রাপ্ত)কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আটককের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ আরও জানায়, মাদক কারবারি শ্রী সন্দীপ মাহাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে তিনি দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল।

পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা একটি দায়ের করা হয়েছে বলেও র‍্যাব জানাই।

২৮-০৫-২৩-ইং
নিরেন দাস,জয়পুরহাট
মোবাঃ- ০১৯১৭-২১১১১২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *