জমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষি জমির টপ সয়েল কাটায় মোঃ আরিফ নামের এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় তৈলারদ্বীপ ব্রীজের পাশে এই অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কৃষি জমির টপ সয়েল কাটায় বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক আসামি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।