ছিনতাই করতে গিয়ে শ্বাসরুদ্ধে হত্যা ৩ দিন পর লাশ উদ্ধার,আটক ২
লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ১ নং ওয়ার্ড মিরেরখিল এলাকায় রেললাইনের পাশে কালভার্টের নিচ থেকে ১৫ ই সেপ্টেম্বর রাত ১২:৪৫ মিনিটে এক পান বিক্রেতার পঁচা লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম।
লাশটি চুনতী ইউনিয়নের মিরেরখীল এলাকার মোহাম্মদ ইসহাকের পুত্র মোঃ হাসান (৪২) সে চুনতী বাজারের একজন পান ব্যবসায়ী।
এই ঘটনায় জড়িত একই এলাকার বাসিন্দা মোঃ যোবায়ের হোসেন(২১) পিতা ইসমাইল ২. বাবু দে (২০) পিতা পরিমল দে কে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
লোহাগাড়া থানার এজাহার সূত্রে জানাযায়, মোঃ বেলাল উদ্দীন (৪২), ১২ ই সেপ্টেম্বর -২৪ আনুমানিক রাত ১১:৪৫ মিনিটের সময় প্রতিদিনের ন্যায় চুনতী বাজারে তার পানের দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছিল।পূর্বে থেকে উৎপেতে থাকা ২ই জন ছিনতাইকারী তার গতিপথ প্রতিরোধ করে তার হাতে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরুদ্ধকরে হত্যা করে মিরেরখীল মেম্বার পাড়াস্থ রেললাইনের কালভার্টের নিছে পুতে রেখে চলে যাই। বেলাল উদ্দীন (৪২) রাত্রে বাড়ি না ফেরার কারণে তার পরিবারের সদস্যরা সবজায়গায় খোজাখুজির পর না পেয়ে লোহাগাড়ায় থানায় একটি নিখোজ ডায়েরি করে। থানা পুলিশ নিখোঁজের কারণ অনুসন্ধান শুরু করে দেয়। ১৫ ই সেপ্টেম্বর নিখোঁজের পরিবার একটি সূত্র থেকে জানতে পারে হাসান কে মেরে লাশ কালভার্টের নিছে পুতে রেখে দিয়েছে। তারা সে খানে হাসানের লাশ দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দে।
এই বিষয়ে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান।লাশের খবর পেয়ে এসআই রায়হানের নেতৃত্বে একটি ফোর্স ঘটনা স্থলে গিয়ে কালভার্টের নিচ থেকে লাশ উদ্ধার কর। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জড়িত ২ জনকে আটক করি তারা জিজ্ঞাসাবাদে ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। ১৬ ই সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।মামলা নং ১৪