ছাত্র শিবিরের উদ্যোগে বার আউলিয়া ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান
(লোহাগাড়া) চট্টগ্রাম। প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বার আউলিয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান’২৪ এর আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লোহাগাড়া শহর আদর্শ থানা শাখা
১২ ই সেপ্টেম্বর -২৪ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।
ছাত্র শিবিরে লোহাগাড়া শহর আদর্শ থানা শাখার সভাপতি ছাত্র নেতা বেলাল উদ্দীন ফারুকীর সভাপতিত্বে সেক্রেটারী একরামুল হাসান জিহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রধান অতিথি মোহাম্মদ আবুল মাসুম,ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বার আউলিয়া ডিগ্রী কলেজ।
প্রধান বক্তা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি, আসিফুল্লাহ মোহাম্মদ আরমান।
বিশেষ অতিথি , আসাদুল্লাহ ইসলামাবাদী
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা। ডি.এম আসহাব উদ্দীন, সেক্রেটারি, চট্টগ্রাম জেলা দক্ষিণ।অধ্যাপক ডা. জালাল আহমদ
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বটতলী শহর শাখা।মুহাম্মদ সরওয়ার কামাল
প্রভাষক (ইসলামের ইতিহাস), বার আউলিয়া ডিগ্রী কলেজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এম সাইফুর রহমান শহর আদর্শ শাখার অর্থ সম্পাদক কফিল উদ্দিন । সাবেক ছাত্র নেতা এ ন ম শোয়াইবুল ইসলাম। সাবেক ক্যাম্পাস সম্পাদক মিজানুর রহমান। আমিরাবাদ ইউনিয়ন যুব শাখার সেক্রেটারি আরিফুল্লাহ চৌধুরী,আমান,তৌহিদুল ইসলাম, আমীর হোসেন। কলজের শিক্ষক- শিক্ষিকা ছাত্র -ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,স্বৈরচারী হাসিনা সরকারের অন্যতম লালিত গুন্ডা বাহিনী ছাত্র লীগ, তাদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি কলেজকে একটি স্বৈরাচারীর আড্ডা খানায় রুপান্তরিত করে। যার কারণে কলেজে শিক্ষার্থীদের শিক্ষার কোন সুষ্ট পরিবেশ ছিলনা। বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বাজায় রাখতে কাজ করে যাচ্ছে, ছাত্র দের যে কোন সমস্যায় ছাত্র শিবির এগিয়ে আসবে।